৪/৭/১৮
*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_
বরষা রে,আয়রে আয় তুই নেমে
রুপোলি শাড়ি পরে ঝমঝমিয়ে
মেঘলা কালো চুলে বিজলী আলো জ্বালি
টিপটিপ,,,টুপটাপ,হিরের দানা ছড়ালি।
রূপসী বর্ষা তুই আয়না নেমে
তোর রূপেতে পড়েছি প্রেমে
যাসনা থেমে,আয়রে নেমে
রিমঝিম নূপুরের ধ্বনি শুনে
উতলা হয়েছে মন আনমনে
শ্রাবণের রিমঝিম বারি ধারাতে
গাছপালা শিহরিত ধারা স্নানেতে
মেঘে মেঘে লাগে গুরু গর্জন
বাদল ধারায় আজ মন উন্মন
চাষীরা লাঙ্গল নিয়ে ছোটে মাঠে
পশু,পাখি সকলেই ভেজে একসাথে
তোর ঝমঝম বারিধারা হলে
তবে না ফসল গুলো ফলে
তোর সুন্দর রূপ আমি দেখেছি
তোরই অপেক্ষায় দিন গুনেছি
আজ বাদলের রিমঝিম ধারাতে
চায় যে আমার এই মন হারাতে।
রুপোলি শাড়ি পরে ঝমঝমিয়ে
মেঘলা কালো চুলে বিজলী আলো জ্বালি
টিপটিপ,,,টুপটাপ,হিরের দানা ছড়ালি।
রূপসী বর্ষা তুই আয়না নেমে
তোর রূপেতে পড়েছি প্রেমে
যাসনা থেমে,আয়রে নেমে
রিমঝিম নূপুরের ধ্বনি শুনে
উতলা হয়েছে মন আনমনে
শ্রাবণের রিমঝিম বারি ধারাতে
গাছপালা শিহরিত ধারা স্নানেতে
মেঘে মেঘে লাগে গুরু গর্জন
বাদল ধারায় আজ মন উন্মন
চাষীরা লাঙ্গল নিয়ে ছোটে মাঠে
পশু,পাখি সকলেই ভেজে একসাথে
তোর ঝমঝম বারিধারা হলে
তবে না ফসল গুলো ফলে
তোর সুন্দর রূপ আমি দেখেছি
তোরই অপেক্ষায় দিন গুনেছি
আজ বাদলের রিমঝিম ধারাতে
চায় যে আমার এই মন হারাতে।
No comments:
Post a Comment