৩/৭/১৮
*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_
আমার শেষ বিকেলের গোধূলি আলোয়
যদি চাঁপার গন্ধ পাই,তাহলে জানি তুমি আসছ
ওরা আমায় তোমার আগমন বার্তা দেয়
আমি খুশিতে উচ্ছল হয়ে উঠি
আমার শেষ বিকেলের গোধূলি আলোয়
যদি চাঁপার গন্ধ পাই,তাহলে জানি তুমি আসছ
ওরা আমায় তোমার আগমন বার্তা দেয়
আমি খুশিতে উচ্ছল হয়ে উঠি
যখন পূর্ণিমা রাতে মালতি লতায় হওয়া দোলা দেয়,তখন নিশ্চিত জানি তুমি আসছ
আমি খুশিতে মেতে উঠি,পূর্ণিমার চাঁদের রুপোলি আলো গায়ে মেখে আমি তোমার জন্য সাজি
আমি খুশিতে মেতে উঠি,পূর্ণিমার চাঁদের রুপোলি আলো গায়ে মেখে আমি তোমার জন্য সাজি
তোমার আগমনের একটা মাধুর্য্য আছে জানো_
তা গাছপালা,চাঁদ,আকাশ,সবাই অনুভব করে
আমিও অনুভব করি,আর ওরা আমাকে জানিয়ে
যায়,আগাম খুশির খবর,তুমি আসছ
তা গাছপালা,চাঁদ,আকাশ,সবাই অনুভব করে
আমিও অনুভব করি,আর ওরা আমাকে জানিয়ে
যায়,আগাম খুশির খবর,তুমি আসছ
আর তুমি ফিরে যেও না,জীবনে
অনেক বসন্ত গেলো,কিন্তু এবার শীতে পাতা ঝরার বেলায়
তোমার শীর্ণ ভরসার হাত দুখানি আমার বড়ো
দরকার যে! যে আমার বেলাশেষে মাথায় হাত রাখবে।
তোমার শীর্ণ ভরসার হাত দুখানি আমার বড়ো
দরকার যে! যে আমার বেলাশেষে মাথায় হাত রাখবে।
No comments:
Post a Comment