Friday 27 July 2018

কবিতা-মা--মধুরিমা মুখোপাধ্যায়


----------------------------

জন্মে প্রথম ডাক-মা,
মুখ দেখে বোঝে ক্ষুধা-মা,
দশ মাস দশ দিন গর্ভে ধরে-মা,
সহ্য করে জন্মযন্ত্রনা-মা,
জন্মের প্রথম ছ-মাস-
খাদ্য পানীয় জোগান-সেই মা।
সন্তানের জয়ে প্রথম আনন্দাশ্রু-মা,
সন্তানের কষ্টে প্রথম কষ্ট-মা,
সন্তানের রোগে রাতজাগা-সে মা,
সন্তানের ঘুম-পাড়ানি গান-মা।
কুমারী মা হয় তবু কুমার পিতা নয়,
মায়ের আঁচল মধুর এমন-
থাকেনা কোনও ভয়,
মমতামাখা মিষ্টি গন্ধ-
সকল ভয় করে জয়।
মা মানে মনের মধ্যে-
অদ্ভুত এক ভরসা,
মায়ের রূপ সবচেয়ে মধুর-
হোক কালো বা ফর্সা।
মা মানে আব্দার আর অল্প প্রশ্রয়-
বাবার আদরে মেশানো বেশী-
শাসনের ভয়।
মায়ের গায়ের গন্ধ লাগে-
এক্কেবারে আলাদা।
 
মনের কথা বলে হাল্কা হতে
দুনিয়ার সবচেয়ে বিশ্বাসী -
মায়ের কাছেই সেই সুবিধা।
কষ্টে মুখে আসে আগেই-
ওমা বলে ডাক,
মায়ের মধুর রক্তবন্ধন-
সন্তানের সাথে-
নেইত এতে কোনও ফাঁক।
মা মানে ভালোবাসা,
মা মানে বিশ্বাস,
মায়ের দয়ায় নিয়েছি-
পৃথিবীতে প্রথম নিঃশ্বাস ।
হিন্দু দেবী সম্মান দি-
মা বলে মোরা,
কুমারী মা মেরীকে-
মানে সকল গোরা।
পিতৃপরিচয়হীন সত্যকামের-
মা জাবালা বিখ্যাতা।
 
মায়ের কোন জাত হয়না-
সাধারন কি প্রখ্যাতা।
মা মরা শিশু বড্ড ভাগ্যহীন,
অধুনা যুগে মা অন্ন ও জোগায়-
বাবা হলে ও কর্মহীন ।
শিশু কোলে চা শ্রমিক মা,
কখনও পাইলট মা,
আকাশ থেকে জলে-
সর্বক্ষেত্রে আজ মায়ের মহিমা।
মা ডাকের মত মিষ্টি ডাক-
জগতে নেই,
কুসন্তান যদিও হয়-
কুমাতার প্রায় দেখা নেই।
মাতৃভক্তিতে বিদ্যাসাগর খ্যাত-
সারদা মা-জগতের মা।
 
সেবাধর্মে নোবেল জয়ী-
মাদার-টেরিজা-
সর্বজনের মা।
মা ডাক মধুর এমন-
ছেলের বউকে ডাকি বৌমা।
 
কাকীমা,ঠাকুমা,দিদিমা,আম্মা-
সবার শেষে মা।
 
ওমা তোমার নেইকো তুলনা।


No comments:

Post a Comment