Monday, 6 August 2018

একটি কন্যা ভ্রূণের ব্যথা/সুপ্রিয়া চক্রবর্তী



৬/৭/১৮
*_*__*__*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_
মা আমি তো তোমারই মা?
আর কয় মাস পরেই তো আমি
তোমার কোলে চড়তে পারতাম
ওই মাতৃ সুধা পান করতে পারতাম!
তবে কেনো মা তুমি আমাকে তুলে দিলে
ওই ডাক্তার রূপী জল্লাদ গুলোর হাতে?
ওরা আমার ছোট্ট ছোট্ট হাত,পা,গুলো
কেটে টুকরো,টুকরো,করে দিল মা?
কি সুন্দর আমি তোমার পেটের মধ্যে 
ঘুমিয়ে ছিলাম মা!কত খেলা করতাম
আঃ কি নিশ্চিন্ত আশ্রয় ছিলাম আমি
আমি তো পৃথিবীর আলো দেখতে পেলাম না মা!
আমি তোমার ঐ সুন্দর মুখটাও দেখতে পেলাম না যে!
মা বলে ডাকতে পারলাম না যে!
আমাকে এমন করে কষ্ট দিলে কেনো মা?
আমার খুব কষ্ট হযেছিল জানো?
ওরা আমায় একটু একটু করে কেটে
টুকরো,টুকরো করে বার করে ছিল জানো মা?
আমার কত ইচ্ছা করেছিলো,আমি তোমার
কোলে শুয়ে আদর খাই,তোমার বুকে জড়িয়ে
 
ঘুমোই,,,,তোমার হাতে চান করি, ভাত খাই
তোমার হাত ধরে স্কুল যাই,,,,,,
তুমি তো আমাকে কিছুই পেতে দিলে না মা!
সব কিছু থেকে বঞ্চিত করলে।

No comments:

Post a Comment