Monday, 6 August 2018

এসো প্রেম---সুপ্রিয়া চক্রবর্ত্তী




তুমি এসো,এসো প্রেম!
নীল আকাশের পথে এসো
কাজল কালো মেঘে এসো
বৃষ্টি নুপুর ধারায় এসো
মনের গভীর দ্বারে এসো
আমার মন উপবনে এসো
আমার গোপন হৃদয় এসো
কৃষ্ণচূড়ার লালে এসো
ফাগুন সমীরণে এসো
ভালোবাসার গানে এসো
আলো আসার প্রাণে এসো
পূর্ণিমা জোছনায় এসো
উছল প্রাণের দোলায় এসো
দুঃখ সাগর জলে এসো
আনন্দ হিল্লোলে এসো
শ্যামল বাঁশির সুরে এসো
অন্তর আকুলে এসো
গোপন হৃদয় কোনে এসো
হঠাৎ ঝড়ের সাথে এসো
সন্ধ্যা তারার পথে এসো
জুঁই ,মালতীর গন্ধে এসো
কাজল কালো চোখে এসো
ভালোবাসায় মেখে এসো
আমার তরে,জীবন ভরে।


No comments:

Post a Comment