Monday, 6 August 2018

*****কালবৈশাখী--সুপ্রিয়া চক্রবর্তী


চৈত্র বৈশাখের এক বিকাল বেলা
ঘন কালো মেঘে ছেয়ে এলো আকাশ
বীভৎস গর্জন করে ধেয়ে এলো কালবৈশাখী।
গুরুগুরু ঘন মেঘের গর্জন,.....
সাথে বিদ্যুতের ঝিলিক
মাতিয়ে দিলো কালবৈশাখীর ঝড়ের নাচনে।
তোলপাড় করে দিলো চারিদিক.....
ঝড়ের দাপটে ওলট পালট প্রকৃতি
তান্ডব নৃত্য করতে থাকে সে......
প্রখর গ্রীষ্মের তপ্ত বাতাসে উত্তপ্ত জীবজগত
মৌসুমী বাতাস বয়ে নিয়ে এলো শীতল আবেশ
রিমঝিম ধারায় নেমে এলো বারিধারা।
ঝমঝম করে উহ্যন্ত বৃষ্টি ধারায় ,
শীতল হলো ধন ধান্য বসুন্ধরা।
বৃক্ষরাজি,প্রাণীজগত স্বস্তি পেল আরামে।
****************************************
কবিগুরুর গানেই বলি
"আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানিনে জানিনে কিছুতে কেন্যে যে মন লাগেনা
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে"

No comments:

Post a Comment