Monday, 6 August 2018

জীবন সমস্যা ময়/সুপ্রিয়া চক্রবর্তী



১২/৭/১৮
*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*
সমস্যা বহুল জীবন প্রতিটি মানুষের
বাধা,বিপদ, ঝড়,ঝঞ্ঝার মধ্যে পথ চলা
তবু বাধাকে অতিক্রম করে, লড়ে যেতে হবে
আলোর পথ দেখা যাবে চেষ্টা করলে তবে।
জীবনে নানা ওঠা পড়া তো আছেই
উঠতে যদি নাই পারি, পড়াকে কেনো লুকানো?
দম বন্ধ করে চেপে রেখে,দেখন হাসি কেনো?
সত্যিটা কে সহজ করে বলতে ভয় এখনও?
মিথ্যার জালে জড়ানো প্রতিটা কোন
মুখোশের মাঝে ঢেকে রাখা সব বিষাক্ত আনন
মুখোশ ছিঁড়ে বেরিয়ে এসো মানব
বেরিয়ে আসুক মুখোশের আড়ালে দানব!
পরাজয়কে জয় করতে হবে
হাসিমুখে তাকে বরণ করবে তবে
সতীত্বকে আড়াল করে রাখি
ভয়ার্ত প্রতি পদে, যদি ধর্ষণে মুখ ঢাকি?
কিছু পুরুষ নারী কে রেখেছে আগলে
কিছু দানব পিষ্ঠ করছে পদতলে
মর্যাদা হীন নারী আজও পৃথিবীতে
মর্যাদা তার দেননি ধরণীতে।

No comments:

Post a Comment