১০/৭/১৮
*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_
মানুষে মানুষে দ্বন্দ্ব আর,হিংসাবৃত্তি
চারিদিকে
অচেতন এই মানব সমাজে,শুভ হবে কোথা থেকে
অচেতন এই মানব সমাজে,শুভ হবে কোথা থেকে
মাটিতেই জন্ম আমার,মাটিতেই
যাবো মিশে
কবে আর চেতন হবে,জাতের লড়াই করিস কিসে
কবে আর চেতন হবে,জাতের লড়াই করিস কিসে
চেতনহিন এই সমাজে,বড়লোকে পয়সা ওড়ায়
গরীবরা পায়না খেতে,ডাস্টবিনে খাবার কুড়ায়
গরীবরা পায়না খেতে,ডাস্টবিনে খাবার কুড়ায়
মান আর হুঁস নেই যার,সে আবার
মানুষ কিসে?
বিবেকটা জাগলে পরে,তবেই তো চেতনা আসে
বিবেকটা জাগলে পরে,তবেই তো চেতনা আসে
অহঙ্কার পতনের মূল,জেনেশুনে
করছে যে ভুল
বিবেক টা জাগলে পরে,ফুটবে যে চেতনার ফুল
বিবেক টা জাগলে পরে,ফুটবে যে চেতনার ফুল
জাগাও রে চেতনার বোধ, মিটে
যাক দ্বন্দ্ব,বিভেদ
জেগে উঠুক মানবিকতা,জাগুক মূল্যবোধ
জেগে উঠুক মানবিকতা,জাগুক মূল্যবোধ
ভুলোনা মানুষ তুমি,পৃথিবীর
শ্রেষ্ঠ জীব
পেয়েছ শ্রেষ্ঠ জনম,জ্বালাও চেতনার প্রদীপ
পেয়েছ শ্রেষ্ঠ জনম,জ্বালাও চেতনার প্রদীপ
চেতনাবোধ জাগলে তবে,মানবিকতা
জাগ্রত হবে
দূর হবে হিংসা ও দ্বেষ, সোনার ভারতবর্ষ পাবে।
দূর হবে হিংসা ও দ্বেষ, সোনার ভারতবর্ষ পাবে।
No comments:
Post a Comment