Friday, 27 July 2018

কর্তব্যের দায়---শিপ্রা দে


মানুষ জন্ম নিয়ে খালি 
বাঁচার নাম নয় একা
সবার তরে সবাই আছি
 
দায়,দায়িত্ব রাখা।
কর্তব্যের দায় জীবন ভর 
বোঝা বহন করি
 
যাতাকলে ঘুণে পিঁষে
 
সারাজীবন মরি।
শেষ জীবনে কেউ চেনে না 
সবই গেল বৃথা
রিক্ত নির্জন বসে থাকি
 
আপনজনে নেই কথা।
গোধূলিতে অস্তমিত 
সূর্য গেলে পটে
 
কেউ নেই পাশে তখন
 
বেদনার বালুতটে।
অশ্রু সিক্ত এক অব্যক্ত
যন্ত্রণা সবশেষে
 
মানুষ আমি মানুষ হয়ে
 
রইবো তবু পাশে।

No comments:

Post a Comment