Friday 27 July 2018

গর্ভবতী বৃষ্টি ----অমল কুমার বর্মন


ওগো গর্ভবতী বৃষ্টি,বুকে তোমার বৃষ্টির ছলাকলা,
ভাসাও জীবনের হামাগুড়িতে ভেলা,
শ্রাবণের ধারায় বেজে উঠে মুক্তোর খেলা।
যাও বৃষ্টির শিরায় শিরায় কদম ফুলের ছন্দতারা হাসি,
যেন তুমি সাত রাজার ধন অনুক্ষণ বলো 'ভালোবাসি',
শূন্যতার ঢেউয়ে নিঃশেষিত হলে চঞ্চল হাওয়ায় রাশি রাশি।
মরা জোছনায় শ্মশানের একমুঠো মাটিতে, 
যেন আকুল ভালোবাসার কবিরা বসেছেন শীতল পাটিতে,
ছন্দের জলে তুলসী পাতা তুলে পূজার ছলে হাসিতে।
গর্ভবতী সতী নারী যেন পূজার অর্ঘ্যে পেয়েছে এক স্বর্গ,
যেন বৃষ্টি তার ভালোবাসার মহান দুর্গ,
ফুলের ডালিতে হাসির প্রজ্ঞায় ছড়ালে পূর্ণিমা 'উৎসর্গ'!


No comments:

Post a Comment